1. smsitservice007gmail.com : admin :
তানোরে প্রবেশপত্র আটকে অর্থ আদায়ের অভিযোগ - সতেজ বার্তা ২৪
সোমবার, ১৩ মে ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন
সোমবার, ১৩ মে ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা দেবোত্তর সম্পত্তি আত্মসাৎ ও শিব লিঙ্গ বিক্রির অভিযোগ ছাত্রলীগের সভাপতি আতিকের ডিগবাজি না’কি বিদ্রোহ? সাভারে মাদকের সয়লব , এক নজরে মাদক গ্যাং রাজশাহী আওয়ামী  প্রকাশ্যে বিভক্তির আভাস দায়ী কে ? তানোরে ৩টি পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ভোলার লালমোহন উপজেলার ৭নং পশ্চিম চর উমেদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুন মেধাবী যুবনেতা সাইফুল ইসলাম শাকিল তানোরে প্রবেশপত্র আটকে অর্থ আদায়ের অভিযোগ নারায়ণগঞ্জ চাষাড়ায় ফিল্ম স্টাইলে কুপিয়ে দানিয়াল নামের এক যুবককে হত্যা করলো দুর্বৃত্তরা..! তানোরে দোকানের সামনে অবৈধ স্থাপনা নির্মাণ করে প্রতিবন্ধকতা

তানোরে প্রবেশপত্র আটকে অর্থ আদায়ের অভিযোগ

  তানোর(রাজশাহী) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪১ বার পঠিত

রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়নের (ইউপি) নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিনের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে এবং ফরম পুরুণে শিক্ষার্থীদের কাছে থেকে অতিরিক্ত অর্থ  আদায়ের অভিযোগ উঠেছে। একাধিক অভিভাবক জানান, তিনি শিক্ষার্থীদের কাছে থেকে প্রবেশপত্র প্রতি দুশ’ টাকা করে আদায় করছেন। এছাড়াও একজন এসএসসি পরীক্ষার্থী প্রাইভেট পড়ার টাকা দিতে না পারায় তাকে প্রবেশপত্র দেয়া হয়নি। এমনকি বিদায় অনুষ্ঠানের নামেও শিক্ষার্থীদের কাছে থেকে আনুঃপাতিক হারে টাকা আদায় করা হয়েছে। প্রধান শিক্ষক আলাউদ্দিনের এমন বেপরোয়া বাণিজ্যের কারনে  ফুঁসে উঠেছে পরীক্ষার্থীসহ অভিভাবক মহল বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। স্থানীয়রা জানান,চলতি শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষার ফরম পুরণে মানবিক বিভাগের জন্য দু’হাজার ৪০০ টাকা এবং বিজ্ঞান বিভাগের জন্য তিন হাজার টাকা করে আদায় করেছেন আলোচিত এই শিক্ষক। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক   অভিভাবক প্রচন্ড ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্রামীণ এলাকায় অনেক দরিদ্র শিক্ষার্থী রয়েছে। আছে। কিন্তু কাউকে ছাড় দেয়া হয়নি সবার কাছে থেকে প্রবেশপত্র দিতে দুশ’ টাকা করে আদায় করা হয়েছে। এদিকে প্রবেশপত্র না পাওয়া এসএসসি পরীক্ষার্থী তুষারের পিতা এরাদ মন্ডল প্রচন্ড ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষা নিয়ে কেনো এত বানিজ্য, সরকার তাদেরকে তো বেতন ভাতা কম দিচ্ছে না। তিনি বলেন, তার সন্তান স্কুলে প্রাইভেট না পড়েও তাকে ৯০০ টাকা দিতে চাপ দেয়া হচ্ছে এমনকি প্রবেশপত্র আটকে দিয়েছেন। এতে তিনি নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। এবিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আলাউদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বিদায় অনুষ্ঠানে ৪০ হাজার টাকা খরচ হয়েছে।  এর মধ্যে শিক্ষকেরা দু’হাজার টাকা করে দিয়েছে, বাঁকি টাকা শিক্ষার্থীদের কাছে থেকে নেয়া হয়েছে। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  সিদ্দিকুর রহমান বলেন,লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা  কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে  যোগাযোগ করা হলে তিনি জানান এডমিড কার্ডের জন্য টাকা নেওয়ার প্রশ্নই উঠে না। তিনি বলেন, যদি নিয়ে থাকে তাহলে কঠোর ব্যবস্হা নেওয়া হবে।#

এ জাতীয় আরও খবর
Translate »