1. smsitservice007gmail.com : admin :
মানিকগঞ্জে ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ এবং ডেঙ্গু সচেতনতা - সতেজ বার্তা ২৪
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:১৮ অপরাহ্ন
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:১৮ অপরাহ্ন

মানিকগঞ্জে ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ এবং ডেঙ্গু সচেতনতা

মো: নাজমুল হক  , স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ।
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

ইয়ামাহা বাংলাদেশ এর অথরাইজ ডিলার ঈগল মটরস মানিকগঞ্জ এর পৃষ্ঠপোষকতায়,

গত মঙ্গলবার ২৫শে সেপ্টেম্বর

ইয়ামাহা রাইডার্স ক্লাব মানিকগঞ্জ (YRC Manikganj) “গাছ লাগান পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্য সামনে রেখে ঢাকা আরিচা হাইওয়ের সাথে সংযুক্ত নবনির্মিত সড়কের দুই ধারে বৃক্ষরোপন কর্মসূচি এবং “আসুন আমরা ডেঙ্গু সম্বন্ধে জানি” এই সংলাপে ডেঙ্গুকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি সেই তথ্যগুলো একত্র করে সাইনবোর্ড লাগানোর মাধ্যমে শহরের বিশেষ উল্লেখিত জায়গাগুলোতে ফেস্টুন টাঙ্গিয়েছে।

 

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঈগল মোটরস এর কর্ণধর মোঃ আব্দুস সেলিম আরো উপস্থিত ছিলেন ইয়ামাহা বাংলাদেশের টেরিটরি অফিসার অফিসার মিনহাজুল মোরশেদ সাদী, এবং ইয়ামাহা রাইডার্স ক্লাব মানিকগঞ্জের দুজন এডমিন মডারেটর আবু সুফিয়ান আহমেদ জয় এবং তাওয়াক্কুল হাসান ক্রাউন।

কর্মসূচিতে ক্লাবটি ঢাকা আরিচা মহাসড়কের পাশে ভাটবোর এলাকার রাস্তার ধারে বৃক্ষরোপণ করে এবং শহরের উল্লিখিত জায়গায় যেমন মানিকগঞ্জ সদর হসপিটাল, ডিসি অফিস,বেউথা জিরো পয়েন্ট সহ বিভিন্ন জায়গায় ডেঙ্গু

সচেতনতা প্রতিরোধমূলক ফেস্টুন লাগিয়েছে।

 

এ জাতীয় আরও খবর
Translate »