1. smsitservice007gmail.com : admin :
মানিকগঞ্জে কৃষিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নাগরিক সংলাপে কার্বন নিরপেক্ষ চর্চা বৃদ্ধির ডাক - সতেজ বার্তা ২৪
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন

মানিকগঞ্জে কৃষিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নাগরিক সংলাপে কার্বন নিরপেক্ষ চর্চা বৃদ্ধির ডাক

ডেস্ক রির্পোট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮২ বার পঠিত

মানিকগঞ্জ(১৩-৯-২৩) “পরিবেশের ভারসাম্য বজায় রাখি,জলবায়ু পরিবর্তন মোকাবিলা করি” আজ মানিকগঞ্জে সদর উপজেলার সেমিনার কক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত কৃষিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা জনিত ঝুঁকিসহ ডেঙ্গু সমস্যা জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা প্রতিষ্ঠায় করণীয় বিষয়ক নাগরিক সংলাপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাগরিক সংলাপে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে ও উন্নয়নকর্মী মো.নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মো.ইসরাফিল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষা কমিটির সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, মানিকগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ড. মো.ইউসুফ আলী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো.আমিনুল হক, উপজেলা সমাজ সেবা অফিসার রুশিয়া আক্তার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার,উন্নয়নকর্মী মো.এন্তাজ আলী, বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার, ইয়ুথ গ্রীণ ক্লাবের জেলা সহসভাপতি মিজানুর রহমান হৃদয়, পদ্মা পারের পাঠশালার সভাপতি মীর নাদিম, প্রত্যয় কিশোরী ক্লাবের সাধারণ সম্পাদক বীথি আক্তার প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল বলেন কার্বন নিঃসরণ হ্রাস ও বায়ু দুষন রোধা পরিবেশের ভারসাম্য রক্ষা সরকার আগামী বছর থেকেই ইটভাটার বিকল্প ব্লক ভাটার দিকে যাচ্ছে। কৃষিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাসায়নিকের বিকল্প জৈব ও বালাইনাশক ব্যাবহারে কৃষকদেরকে উৎসাহিত করা হচ্ছে। জেন্ডার ও নারীর টেকসই উন্নয়নে সরকার নানামুখী কর্মসূচি হাতে নিয়েছেন। প্রধান অতিথি মো.ইসরাফিল হোসেন বলেন আমাদের পরিস্কার পরিচ্ছন্ন অভিযান কাজ চালিয়ে যেতে হবে। ডেঙ্গু সচেতনতায় সবাইকে একযোগে কাজ করতে হবে। এছাড়াও বক্তারা বলেন বাল্য বিবাহ ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ কাজ করতে হবে তবেই জেন্ডার ন্যায্যতা নিশ্চিত করা সম্ভব।

এ জাতীয় আরও খবর
Translate »