1. smsitservice007gmail.com : admin :
রাজশাহীর তানোরের “ঠাকুর পুকুর“ মাদকে ভরপুর - সতেজ বার্তা ২৪
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৬ অপরাহ্ন
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

 রাজশাহী তানোরে থানা পুলিশের হাতে ভুয়া পুলিশ আটক হয়েছে    নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল গোল চত্তর এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের দীর্ঘদিনের ময়লা আবর্জনা অপসারণ করেছে হাইওয়ে পুলিশ।

রাজশাহীর তানোরের “ঠাকুর পুকুর“ মাদকে ভরপুর

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৪ বার পঠিত
প্রতীকি ছবি ।

রাজশাহীর তানোর পৌরসভার মহল্লা ঠাকুর পুকুর মাদকে ভরপর বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, ঝাঁক্কি, বাটালু, ইয়াবা, হেরোইন, ডক্সিক্যাপ, হুঁক্কী ও মণিপুরি চটাগাঁজাসহ বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যর সহজলভ্যতায় রীতিমতো মাদকে ভাসছে ঠাকুর পুকুর। মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের তৎপরতা ভয়াবহ আকার ধারণ করেছে। এতে এলাকায় বৃদ্ধি পেয়েছে ছিঁচকে চোরের উপদ্রব। এলাকায় প্রতিনিয়ত ছাগল-ভেঁড়া, হাঁস-মুরগি, থালা-বাটি ইত্যাদি চুরির ঘটনা ঘটেছে। আইনপ্রয়োগকারী সংস্থার অভিযান অব্যাহত থাকলেও বন্ধ হচ্ছে না মাদকের হাট। আর এসব হাটের ক্রেতা-বিক্রেতারা হচ্ছে এলাকার উঠতি বয়সের তরুণ-যুবকগণ।  তারা মাদকের অর্থের যোগান দিতে জড়িয়ে পড়ছে চুরি,  ছিনতাইসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে। যে কারণে এলাকায় বাড়ছে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড। এরা প্রতিনয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করে মাদকের বেচাকেনা করছে। তাদের পরিবারের নারী-পুরুষের পাশাপাশি ছেলেমেয়েরাও মাদক কারবারির সঙ্গে সম্পৃক্ত রয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। স্থানীয়রা জানান, মাদক সম্রাট জনৈক হক ও সম্রাজ্ঞী জনৈক শরিফার নেতৃত্বে গড়ে উঠেছে সংঘবদ্ধ মাদক সিন্ডিকেট চক্র। স্থানীয়রা অভিযোগ করে বলেন,  ইতমধ্যে একাধিকবার উপজেলা আইনশৃংঋলা কমিটির সভায় ও  কমিউনিটি পুলিশিং কমিটির মাসিক সভায় ঠাকুর পুকুরে মাদক বিক্রি বন্ধের  জন্য সুপারিশ করা হয়েছে। কিন্ত্ত অদৃশ্য কারণে এখানো বন্ধ হয়নি মাদকের হাট। উপজেলা ক্যাম্পাস থেকে ৫০০ গজ ও থানা থেকে মাত্র ২০০ গজ দুরে ঠাকুর পুকুর মহল্লায় চলছে রমরমা মাদক বাণিজ্যে। সচেতন মহলের ভাষ্য, আসলে আইন প্রয়োগকারী সংস্থা ঠাকুর পুকুর মহল্লায় মাদকের হাট বন্ধ করতে পারছে না, না কি করছে না ? আসলে এদের খুঁটির জোর কোথায় ?  না কি রাষ্ট্রিয় বাহিনী র্যাব, পুলিশ, ডিবি পুলিশ ইত্যাদি সংস্থার থেকেও এরা বেশী ক্ষমতাধর। যদি সেটা না হয় তাহলে তারা কেনো বার বার অভিযান চালিয়েও মাদক ব্যবসা বন্ধ করতে ব্যর্থ হচ্ছেন। তানোর পৌরবাসী এবার দেখতে চাই ঠাকুর পুকুর মহল্লায় মাদকের হাট বন্ধ। প্রয়োজনে প্রতিদিন সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দেয়া হোক। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, তিনি যোগদানের পর একাধিক মাদকবিরোধী অভিযান পরিচালনা  এবং মামলা দেয়া হয়েছে। এতে অনেকটাই নিয়ন্ত্রণ হয়েছে মাদকের কারবার। তিনি বলেন, আশা করছি অভিযান অব্যাহত থাকলে মাদক নির্মুল হবেই, ঠাকুর পুকুর মহল্লা তাদের বিশেষ নজরদারি রয়েছে। মাদকবিরোধী অভিযানে তিনি সকলের সহযোগীতা প্রত্যাশা করেছেন।#

এ জাতীয় আরও খবর
Translate »