1. smsitservice007gmail.com : admin :
কাঠালিয়ায় বিদ্যুতের শর্ট খেয়ে ঘটনাস্থলেই মারা যায় ১ যুবক  - সতেজ বার্তা ২৪
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০২:৪৪ অপরাহ্ন
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০২:৪৪ অপরাহ্ন

কাঠালিয়ায় বিদ্যুতের শর্ট খেয়ে ঘটনাস্থলেই মারা যায় ১ যুবক 

মোঃ আরমান সরদার , ঝালকাঠি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১ বার পঠিত

মোঃ আরমান সরদার

ঝালকাঠি প্রতিনিধি:


ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার আমুয়া ১নং ওয়ার্ডের ঘরামি বাড়ির আয়নাল ঘরামি (৪০) নামের এক যুবক কারেন্টের শর্ট খেয়ে ঘটনাস্থলে মারা যায়,

২৭/৯/২০২৩ তারিখ, রোজ বুধবার সকাল ১০টা নাগাদ গাছ কাটার মিলে গাছের কাজ করতে গিয়ে গাছে যখন লোহার শাপল বাজিয়ে গাছটিকে ঘুরিয়ে গাছ কাটা ট্রলি গাড়ির উপরে নেয়ার সময়, যখনই লোহার শাপল দিয়ে মাটিতে কোপ দেয় তখনই মাটির নিচে কারেন্টের তার থাকায় ওই সাপলের কোপ যখন তারটির উপরে লাগে তখনই কারেন্টের শর্টসার্কিট হয়ে ঘটনাস্থলে মারা যায় এই আয়নাল ঘরামি নামের এক যুবক,

ঘটনার সাথে সাথে এই আয়নাল ঘরামিকে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসকরত, ডা. উচ্ছাস আহম্মেদ আবির মেডিকেল অফিসার জানান, এই আয়নাল ঘরামি ঘটনাস্থলেই মারা যান,

এ বিষয়ে, কাঠালিয়া থানার এসআই মামুন জানান, মৃর্ত আয়নাল ঘরামির পরিবার কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেন কাঠালিয়া থানা পুলিশ।

এ জাতীয় আরও খবর
Translate »