হৃদয় চন্দ্র শীল, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী জেলার বাউফল পৌরসভার ৮ নং ওয়ার্ডের একটি শাখা রোড পাইলিং ভেঙ্গে পুকুরে পড়ে গেছে। এলাকাবাসীর দাবি রাস্তাটি এখনই সংস্কার প্রয়োজন। প্রতিদিন এখান দিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসা-যাওয়া করে । এই রাস্তার দুই পাশে অনেক বাসা বাড়ি আছে। অনেকদিন থেকেই রাস্তাটি অবহেলিত অবস্থায় পড়ে আছে। স্বাভাবিকভাবে চলার জন্য অনেকদিন থেকেই রিক্সা -গাড়ি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে অত্র রাস্তাটি। ২৩.০৯.২৩ইং তারিখ হঠাৎ করে রাস্তাটি পাইলিং ভেঙ্গে ফাটল ধরে পুকুরের দিকে পড়ে যায়। এখন এখানের বসবাসকারিদের পায়ে হেঁটে চলাই অনেকটা দায় হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর দাবি অনেক দিন থেকেই রাস্তাটি অনেক সমস্যায় জর্জরিত আছে ।ছোট বড় এর আগেও কয়টি দুর্ঘটনা ঘটেছে কয়েকদিন আগে একটি মোটর বাইক নিয়ে ঘুরে পড়ে একজন আহত হয়। তাই রাস্তাটি দুর্ঘটনা কবল থেকে রক্ষা পেতে এখনই সংস্কারের দাবি জানাচ্ছি। ৮ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আবুল বাশার বলেন , রাস্তাটি দীর্ঘদিন থেকেই ব্যবহার অনুপযোগী হয়ে যায়। গতকাল থেকে পাইলিং ভেঙে রাস্তাটি পড়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে আছি। এখন হাঁটাচলাই আমাদের গায়ে হয়ে দাঁড়িয়েছে। ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ব্যাংকার সেলিম বলেন ,আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে আসা-যাওয়া করি আমার একটি মোটর বাইক আছে এখন আমার চলতে অনেক সমস্যা হচ্ছে। আমি মোটরবাইকটি ব্যবহার করতে পারছি না। ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আজিজ বলেন , রাস্তাটি ইতিমধ্যে পাশ হয়েছে বরাদ্দকৃত অর্থ আসলেই আমরা রাস্তাটি পাইলিং সহ সংস্কার করে দিব। বাউফল পৌরসভার সাব ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম বলেন ,শুনেছি ৮ নং ওয়ার্ডের একটি রাস্তা পাইলিং ভেঙ্গে পুকুরে পড়ে গেছে। আমরা সেখানে গিয়ে রাস্তাটি সংস্কারের ব্যাপারে পদক্ষেপ নিব।