মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ডিবি পুলিশের অভিযানে নগদ ২১,৬৫০ টাকা সহ জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) আবুল কালাম।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন পাড়াগ্রাম গ্রামের আহাম্মদ আলীর কাঠ বাগানের ভেতরে ফাঁকা জায়গা থেকে জুয়া খেলারত অবস্থায় নগদ টাকা ও ২ (দুই) বান্ডিল তাসসহ ৮ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে আটককৃত আসামীগণ হচ্ছে,
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার প্রধানপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে শাহ আলী (৫০),
একই থানাধীন, কুড়ি কাহনিয়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. মতিউর রহমান (৩০),
পাকুটিয়া গ্রামের মৃত শ্রী লিটনের ছেলে শ্রী সাধন (৪৬), দড়গ্রাম গ্রামের মৃত তুফান ব্যাপারীর ছেলে মধু মিয়া (৩০), ধুল্লা (রায়পাড়া) গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে মো. সেলিম (২৫), মানিকগঞ্জ সদর উপজেলার কামারদিয়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মো. রাজু (৩১), ঢাকা জেলার ধামরাই উপজেলার নান্দেশ্বরী গ্রামের মৃত মীর হোসেনের ছেলে মো. মাসুদ রানা (২৩) এবং নাসির উদ্দিনের ছেলে মো. কাইয়ুম (২০)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাটুরিয়া থানায় ০১টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।