বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
আজ রোববার দুপুরে সাভার সেনানিবাসে কোর অব মিলিটারি পুলিশ সেন্টার স্কুলে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশের ৫ম কোর পূনর্মিলনি ও বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২৩ এ যোগ দিয়ে তিনি একথা বলেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসময় আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘে সুনামের সাথে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছে দেশের ভাবমূর্তি উজ্জল করছে সেই সাথে দেশের কল্যাণমুখী সব কাজ করছে বলেও বলেন তিনি।
এসময় সেনবাহিনীর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীমসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।