
জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের উদ্যোগে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় বনায়নের লক্ষ্যে চারা উত্তোলন-৪ পর্যায় প্রকল্পের আওতায় বিনামূল্যে ৫ হাজার চারা গাছ বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
গতকাল ০৯ সেপ্টেম্বর শনিবার বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের রূপসীস্থ বাসভবনে এ চারা বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে আজ থেকে রূপগঞ্জ উপজেলায় ৫ হাজার চারা গাছ বিতরণ কার্যক্রম শুরু করেছি। রূপগঞ্জের প্রত্যেকটি এলকায় এ চারা গাছ রোপন করা হবে এবং পরবর্তীতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় এ চারা গাছ বিতরণ করা হবে।
মন্ত্রী আরও বলেন, আপনাদের বাড়ির আশ-পাশে যেখানে খালি জায়গা আছে সেখানেই অন্তত একটি করে গাছ লাগান।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ফিরোজ ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সমসের আলী খাঁন, আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাকি আক্তার প্রমুখ।