1. smsitservice007gmail.com : admin :
সাটুরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারজন । - সতেজ বার্তা ২৪
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩০ অপরাহ্ন
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ইয়ামাহা রাইডার্স ক্লাব-সাভার আয়োজন করলো "এক দিনের স্কুল"    

সাটুরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারজন ।

স্টাফ রিপোর্টার:  মোঃ মাহাবুব আলম তুষার
  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪ বার পঠিত

মানিকগঞ্জের সাটুরিয়া পল্লী সেবা বাসস্ট্যান্ড ব্রীজের পাশে, ধামরাই উপজেলা আমতা ইউনিয়ন, প্রকাশিত সাটুরিয়া এলাকায় বৈলতলা গ্রামের মোহাম্মদ হাসান আলীর পাটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে । এতে পাটের গুদাম সহ আশেপাশের দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৭ লক্ষ টাকা ।
শুক্রবার(০১-০৯-২৩ইং) সকাল ৬টায় হাসান আলীর পাটের গুদাম থেকে আগুনের সুত্রপাতের ঘটনা ঘটে । আগুনে পাটের গুদামসহ পাশের দোকান ভাকুলিয়া গ্রামের মন্তোষ রাজবংশী ও নান্দেশ্বরী গ্রামের আব্দুল গফুরের বাসা, চর সাটুরিয়া গ্রামের আফাজ উদ্দিনের বাসা সহ ব্যাপক ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে সাটুরিয়া ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ও স্থানীয় সাটুরিয়া থানার’ ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক দল’ ও সাটুরিয়া বাস স্ট্যান্ড বাজার এলাকাবাসীর প্রচেষ্টায় ৩ ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। দমকল বাহিনীর পাশাপাশি ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক দলের ও স্থানীয় জনগণের ভূমিকা অত্যান্ত সন্তোষজনক ।
সাটুরিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুর রহমান জানান, “আমার ২টি ইউনিট ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ৩ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। আগুন লাগার সূত্রপাত সম্পর্কে এখনো সঠিক ধারণা করা যায়নি । তবে, বিদ্যুৎ বা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়।
এ জাতীয় আরও খবর
Translate »