আগামী ২রা সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র শুভ উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সুধী সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় যুবলীগের বর্ধিত সভা করলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শাহীন মালুম।
গতকাল ৩১শে আগস্ট রোজ বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলার গাজী ভবনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ উপজেলা যুবলীগ কর্তৃক আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শাহীন মালুম,সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন,সঞ্চালনায় ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন সহ বিভিন্ন পৌরসভা,ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত সভাপতি,সাধারণ সম্পাদক সহ যুবলীগের বিভিন্ন নেতাকর্মী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শাহীন মালুম বলেন, আগামী ২রা সেপ্টেম্বর আগারগাঁওয়ের ঢাকার পুরাতন বাণিজ্যমেলার মাঠে এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে তিনি রূপগঞ্জ উপজেলা যুবলীগ ও সোনারগাঁও উপজেলা যুবলীগকে বলেন যুবলীগের সকল নেতাকর্মীর যুবলীগের পতাকা,ক্যাপ,নির্ধারিত কালারের গেঞ্জি পড়ে প্রবেশ করবে এবং শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠানকে সফল করবে।প্রতিটি নেতাকর্মীকে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত থাকার নির্দেশ দেন। এ সমাবেশটি বিশাল জনসমুদ্রে পরিণত করতে আনন্দ উচ্ছ্বাসে দলে দলে মিছিল নিয়ে রূপগঞ্জ উপজেলা ও সোনারগাঁও উপজেলা যুবলীগ যোগদান করবে বলে জানান তিনি।