নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন আহমেদ হত্যা মামলার যাবজ্জীবন সাজা পাওয়া পলাতক আসামি আবুল কালামকে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার রাতে উপজেলার দড়িকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কালাম (২৮), ইছাখালী গ্রামের বাসিন্দা।
গতকাল ১৬ আগস্ট বুধবার দুপুরে র্যাব-১১ এর সিনিয়র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। র্যাব জানায়, ২০০১ সালের ১৪ নভেম্বর সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিনকে জবাই ও কুপিয়ে হত্যা করে আবুল কালাম ও তার সহযোগীরা।
হত্যা কান্ডের পরদিন নিহতের ছেলে সোহেল রানা বাদি হয়ে ১৭ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ২২ বছর পর মামলার শুনানি শেষে চলতি বছরের ৬ আগস্ট নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাম্মী আখতার আসামি আবুল কালাম ও নূর আহম্মদকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রধান করে। মামালার বাকি ১৫ জনকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি নূর আহম্মদ উপস্থিত থাকলেও আবুল কালাম পলাতক ছিলেন।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামি আবুল কালামকে রূপগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।