1. smsitservice007gmail.com : admin :
কবিতা-ভালোবাসবে কি? - সতেজ বার্তা ২৪
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:০০ অপরাহ্ন
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ইয়ামাহা রাইডার্স ক্লাব-সাভার আয়োজন করলো "এক দিনের স্কুল"    

কবিতা-ভালোবাসবে কি?

নিপা আক্তার (কবি)
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১০০ বার পঠিত
ছবি-নিপা আক্তার (কবি)

 

ভালোবাসবে কি?
নিপা আক্তার



তোমাকে দেখেছি প্রথম যেদিন,
ভুলতে পারিনি কিছু তেই সেদিন,,
শুধু তোমার দিকে তাকিয়ে ছিলাম,,

ভালোবেসে আজ মনটা দিলাম,,,

ফিরিয়ে দিয়ো নাকো তুমি,,,

দুঃখ তাহলে পাবো আমি,,,

তুমি আমার মনের কবি,

রিদয়ে একেছি আজ তোমার ছবি,,

তুমি না এলে আমার জীবনে,,

হারিয়ে যাবো অনিল গগনে,,

যদি চাইতে পারো জীবন দিবো,,

তবু প্রিয় তোমার হবো,,

যদি বুঝতে পারো মনের কথা,,,

দিয়ো না তুমি আমায় ব্যাথা,,,

কবিতা লিখেছি তোমার জন্য,,

ভালোবাসলে আমি হবো যে ধন্য

এ জাতীয় আরও খবর
Translate »