নরসিংদী রায়পুরায় পান্থসালা গুচ্ছগ্রামের পাকা রাস্তা থেকে ৩৫টি ফেনসেডিলসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের নির্দেশনায় ও রায়পুরা থানার কর্মরত সেকেন্ড অফিসার আব্দুল হালিমের নেতৃত্বে উপজেলা শ্রীনগর ইউনিয়নের পান্থশালা গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই আসামি হলেন, ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নিয়ামতপুর (নাথবাড়ি) এলাকার ইউসুফ আলীর ছেলে নিজাম উদ্দিন উরফে সাগর (৩৫), কুমিল্লা ভাঙ্গুরা বাজার উপজেলার বৈলগর এলাকার মৃত তোফাজ্জল হোসেনের মেয়ে তাসলিমা বেগম উরফে পলি(৩০)।
রায়পুরা থানার সেকেন্ড অফিসার আব্দুল হালিম জানান, গ্রেফতারকৃত দুই আসামি তাসলিমা বেগম ও নিজাম উদ্দিন পেশাদার মাদক ব্যবসায়ী। তাই তাদের ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিল ১৪(খ) ধারায় অপরাধে দুই আসামিদের কোর্টে প্রেরণ করা হয়।