1. smsitservice007gmail.com : admin :
মানিকগঞ্জে বন্ধ হয়নি অবৈধ ড্রেজার - সতেজ বার্তা ২৪
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৩ অপরাহ্ন
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

 রাজশাহী তানোরে থানা পুলিশের হাতে ভুয়া পুলিশ আটক হয়েছে    নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল গোল চত্তর এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের দীর্ঘদিনের ময়লা আবর্জনা অপসারণ করেছে হাইওয়ে পুলিশ।

মানিকগঞ্জে বন্ধ হয়নি অবৈধ ড্রেজার

মোঃ মাহাবুব আলম তুষার
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৫৬ বার পঠিত

মানিকগঞ্জে ঘিওর থানার কুস্তা গ্ৰামের কালিগঙ্গা নদী থেকে প্রকাশ্যে অবৈধ ড্রেজিং মেশিন বসিয়ে বালি মাটি লুটপাট করছে ঘিওর উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আওয়াল। বাংলাদেশ সরকার কঠোর আইন করে ড্রেজার নিষিদ্ধ করলেও আওয়ালের মতো চিহ্নিত ভূমি দস্যূরা আইনের তোয়াক্কা করছেনা। এই আওয়ালের মতো কতিপয় ভূমিদস্যূ  বাংলাদেশ সরকারের সকল নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ও ক্ষমতার প্রভাব দেখিয়ে নিয়মের তোয়াক্কা না করে অনিয়মভাবে ধ্বংস করে চলেছে নদী ও ফসলী জমি। ফলে হুমকীর মুখে পরিবেশ।
স্থানীয় এলাকাবাসীদের সম্মুখে ,বিকট শব্দ দূষণের মাধ্যমে কালিগঙ্গা নদীর দু পাড় কে ধ্বংস করে এবং নদীর তলদেশ বিধির্ণ করে , গহীন থেকে বালু- মাটি প্রকাশ্যে দিবালোকে ঘিওর থানার কুস্তা গ্ৰামের কালিগঙ্গা নদী থেকে বিক্রি করছে স্থানীয় ভূমিদস্যু আওয়ামীলীগ এর সাবেক  নেতা পরিচয় ব্যবহারকারী আওয়াল নামের ভূমিদস্যু ৷
এমন অভিযোগের ভিত্তিতে সংবাদকর্মীরা  বিষয়টি তদন্ত করতে গিয়ে দেখতে পান , মানিকগঞ্জ জেলার ঘিওর সদর থানার কুস্তা এলাকায় কালিগঙ্গা নদীর দুই পাড় ধ্বংস করার পর নদীর গহীন থেকে বালু অপসারণ করে নিয়ে যাচ্ছে বিভিন্ন স্থানে ৷স্থানীয় লোকজন ( নাম প্রকাশে অনিচ্ছুক ) বলেন, “ এ ড্রেজার দিয়ে তারা অবৈধভাবে বালু-মাটি বিভিন্ন জায়গায় বিক্রি করছে  ৷ আমরা সাধারণ লোক অসহ্য বিকট শব্দ সহ্য করতে হচ্ছে আমাদের ৷ আমরা নিরীহ ৷ বলার কেউ নেই ৷
তারা আরও বলেন, যেভাবে কালিগঙ্গা নদীকে ধ্বংস করা হচ্ছে , এর ক্ষতির সম্মুখীন আমরাই হবো ৷ এটা জেনেও কেউ বাধা দেওয়ার জন্য এগিয়ে আসছে না ৷ কেন আসছে না ,তাও জানিনা ৷ আমরা এমন শব্দ দূষণ থেকে মুক্তি চাই ৷ আমরা নদী ভাঙ্গন থেকে বাঁচতে চাই ৷ আমাদের ক্ষেত খামারিকে উদ্ধার করতে চাই ৷ আমাদের সকলের দাবি, অতিসত্বর যেন প্রশাসন এমন অবৈধ কাজের প্রতি দৃষ্টি আরোপ করবেন ৷
স্থানীয় লোকজন থেকে জানা যায়, এই অবৈধ ড্রেজারের মালিক কথিত আওয়ামী লীগের নাম ভাঙানো নেতা আওয়াল ৷ অতঃপর ড্রেজারের মালিকদের সাথে যোগাযোগ করা হলে , তিনি ড্রেজারের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি এবং নদী খননের কোন অনুমতিপত্রও দেখাতে পারেননি৷
 বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে ও উপজেলা ভূমি অফিসকে জানালে তাঁরা বলেন , আমরা অতি দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
বার বার অভিযোগ করার পরেও উপজেলা নির্বাহী অফিসার সুধু বলেন দ্রুত ব্যাবস্থা নিচ্ছি কিন্তু ব্যবস্থাগ্রহণ করছে না।
এ জাতীয় আরও খবর
Translate »