স্টাফ রির্পোটার :
সাভার প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে যে তথ্য তুলে ধরা হয়েছে তা আদৌ সঠিক নয়। সাভারবাসীকে বিভ্রান্ত, ক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন এবং প্রেসক্লাবের আগামী নির্বাচনকে বানচাল করার জন্য একটি অশুভচক্র নিজেদের মনগড়াএকটি পকেট কমিটি ঘোষণা করে বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচার করছে। বর্তমানে সাভার প্রেসক্লাবের নির্বাচিত একটি বৈধকমিটি থাকা স্বত্তেও অশুভ উদ্দেশ্য সাধনের জন্য চক্রটি এ কমিটি ঘোষণা করেছে। তাই সাভারবাসীসহ প্রশাসনের সকলস্তরের কর্মকর্তা-কর্মচারীদেরকে এসব তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা গেলো। আজ রোববার সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব ও সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য।
বিবৃতিতে তারা আরও বলেন, ঐতিহ্যবাহী সাভার প্রেসক্লাবের নির্বাচন গঠনতান্ত্রিক এবং গণতান্ত্রিকভাবে বিগত দিনে যেভাবে ব্যাপক উৎসাহউদ্দীপনা ও প্রচারণার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে আগামী দিনেও সেভাবেই অনুষ্ঠিত হবে। অগণতান্ত্রিক পন্থায় কিংবা কোন পকেট কমিটি সাভার প্রেসক্লাবের সদস্যরা কোনদিন মেনে নেয়নি এবং ভবিষ্যতেও মেনে নিবেন না।
প্রেসরিলিজে উল্লেখ করা হয়েছে, ইতিপূর্বে সাভার প্রেসক্লাবের কার্য নিবার্হী এক সভায় ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাহী কমিটি সাভার প্রেসক্লাবের দ্বিবার্ষিক ২০২৩-২০২৪ নির্বাচন পরিচালনার জন্য সাভার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শিবলীজ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।