স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ। শেখ লুৎফর রহমান ও সায়েরা খাতুনের ঘরে জন্ম তার। নানা শেখ আবদুল মজিদ আদরের নাতির নাম শেখ মুজিবুর রহমান রাখলেও বাবা-মা তাকে ‘খোকা’ নামেই ডাকতেন।
আর এই “খোকা” শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
শুক্রবার (১৭ মার্চ) সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় থানা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয়দের অংশগ্রহণে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনী নিয়ে আলোচনা, কেক কাটা এবং বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
এ সময় আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমী, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম কামরুজ্জামান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুদ্দিন মাদবরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।