
মোঃ মাহাবুব আলম তুষার
চারদিক দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে গ্রামের খেটে খাওয়া মানুষ অনেকটাই দিশেহারা । বর্তমান বাংলাদেশ সরকার বাজার কে নিয়ন্ত্রণ রাখতে বহু ভূমিকা পালন করছে । তনমধ্যে টিসিবির পণ্য অন্যতম । জনগণের চাহিদার কাছে ঐ পরিমিত মাল খুবই নগণ্য । তাই সকাল থেকেই টিসিবির পণ্যবাহী গাড়ির অপেক্ষায় ভিড় জমিয়ে থাকে পরিষদ ও স্কুল মাঠ প্রাঙ্গণে ।
এরকম দৃশ্য নজরে পড়ল মানিকগঞ্জ জেলার সদর থানার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ । ইউনিয়ন পরিষদ গেট খোলার সাথে সাথে উৎসুক জনতা মুখরিত করে রাখে পরিষদ প্রাঙ্গণকে । যেখানে জনগণকে সান্ত্বনা দেওয়ার ভূমিকা পালন করেন স্থানীয় সরকার প্রতিনিধি চেয়ারম্যান জনাব বিপ্লব হোসেন (সেলিম) এবং ইউনিয়ন সচিবসহ ৩,৪ ও ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্যগণ ।
দীর্ঘ অপেক্ষার পর দুপুর ১২:৪০ মিনিটে ডিলার নাসির ব্রাদার্স এর টিসিবি পণ্যবাহী গাড়ি ৫৯৯ টি প্যাকেজ বহন করে পরিষদ প্রাঙ্গনে উপস্থিত হয় । অতঃপর প্রত্যেক মেম্বার তাদের সদস্যদেরকে কাগজ হাতে করে সারিসারি দাঁড়ানোর অনুরোধে ব্যস্ত হয়ে পড়েন। দায়িত্বরত গ্রাম পুলিশ উপস্থিত মহিলা ও পুরুষ, শিশু ও বৃদ্ধদের কে চিহ্নিত করে নিরাপদ দূরত্বে কয়েকটি লাইনে বিভক্ত করে তার রক্ষণাবেক্ষণ করতে থাকেন ।
এক বয়স্ক লোককে রোদ থেকে ছায়ায় দাঁড়াতে বললে তিনি বলেন, “পেটের জ্বালার কাছে রোদের জ্বালা খুবই নগণ্য ।”
উপস্থিত কয়েকজন কার্ডধারী বয়স্ক মহিলা সদস্যদের থেকে টিসিবির পণ্য পাওয়ার অনুভূতি সম্বন্ধে জিজ্ঞাসা করলে তারা বলেন, ” আল্লাহ রহম করুক আমাগো মেম্বার ও চেয়ারম্যানের ওপর, যে ভাবে তারা রহম করে আমাদেরকে কার্ড দিয়েছে । প্রতি মাসে একবার করে ২/৩ শ টাকা কমে মাল গুলো আমরা পেয়ে থাকি । আমরা তো মালগুলো কিনেই নিই । আরো বেশি প্যাকেজ দিলে আশেপাশের আরো মানুষ হাহাকার থেকে রক্ষা পেত ।”