
মোঃ মাহাবুব আলম তুষার
স্টাফ রিপোর্টার:
ঢাকা জেলার ধামরাই থানার সূয়াপুর ইউনিয়নের দেলধা চক নামে প্রসিদ্ধ যে সকল ক্ষেতিভূমি ছিল । ভূমিদস্যুদের নজরে পড়ে তা আজ ডুবায় পরিণত হচ্ছে । যতটুকু ত্রিফলীভূমি দাঁড়িয়ে আছে তা সম্পূর্ণ হুমকির মুখে ফেলে একপ্রকার চাপ প্রয়োগ করে মাটি কিনে তা বিক্রি করে দিচ্ছে বিভিন্ন ইটভাটায় । শুধু তাই নয়, যেগুলোও ডুবায় পরিণত করে মাছ চাষ করা হচ্ছে , তার পাড়সহ পুনরায় কেটে নিয়ে বিক্রি করছে বিভিন্ন ইটভাটায় । এমন অভিযোগ করেছে স্থানীয় মৎস্য খামারি এস. এ. লালন হোসেন(২৮) । লালন হোসেন অভিযোগ করে বলেন, ” আমি এখানে মৎস্য খামার করেছি এবং কয়েক লক্ষ টাকার মাছের পোনা ছেড়েছি । গতকাল (১২-০৩-২০২৩ইং) রাতে স্থানীয় মাটির ব্যবসায়ী আলমগীর হোসেন ও তার সহযোগীরা আমার খামারের পাড় কেটে নিয়ে গেছে । যা অবশিষ্ট আছে তা সম্পূর্ণ হুমকির মুখে । একটু বৃষ্টি এলেই কোন কিছু অবশিষ্ট থাকবে না ।আমার খামারের সকল মাছ বের হয়ে যাবে । মাটির ব্যবসায়ী আলমগীর ও তার সহযোগীদের পূর্ব থেকেই হাত বুলিয়ে বুঝানোর পরও তারা মাটির লোভ সামলাতে পারেনি । গতরাত যখন আমরা ঘুমিয়ে ছিলাম রাতের অন্ধকারে ওরা আমার খামারের পাড় কেটে নিয়ে যায় । শুধু তাই নয়, ওরা রাতের আঁধারে আশেপাশে ত্রি ফসলী ভূমি কেটে সাবার করে দিচ্ছে । যেখানে ধানের থোড়া খেলা করত তা এখন অথৈ গহীন ভূমি । আমি একজন উদ্যোক্তা । আমরা তরুণ প্রজন্ম যদি সঠিক ভাবে এ খামার না করতে পারি; তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে যেতে পারে । অতএব সরকারের নিকট আমাদের একটি দাবি তা হল, মাটির ব্যবসায়ী আলমগীর হোসেন ও তার সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা দেয়া হোক । যাতে কোন ভূমিদস্যু যেন উদ্যোক্তা ও তরুণ প্রজন্মের অগ্র যাত্রার পথে বাধার প্রাচীর না হতে পারে ।”