আজ১৫ই সা’বান ১৪৪৪হি, বুধবার সকালে ৯৬ বছর বয়সে বার্ধক্য জড়িত কারণে ইন্তেকাল করেছেন মানিকগঞ্জ সদর থানার কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব বিপ্লব হোসেন সেলিমের পিতা সাখাওয়াত হোসেন (জুনু) সরকার। তিনি বড় কাটিগ্রাম গ্রামে বসবাস করতেন । তার তিনজন ছেলে ও দুজন মেয়ে আছে ।
চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম পিতৃ হারা শোকে কাতর কন্ঠে বলতেছিলেন, ” আব্বা ছিলেন আমাদের সকলের মুরব্বি । তার অপূর্ণতা কেউ পূরণ করতে পারবে না । যা সারা জীবন অপূর্ণতা বয়েই যেতে হবে । আমরা যেখানে যাই না কেন, যা কিছু করি না কেন, দূরে গিয়েও শান্তি পেতাম যে; বাড়িতে আব্বা আছে । কোন প্রকার চিন্তা থাকতো না । আব্বা অসুস্থ হওয়ার পর থেকেই নিজেকে অফসেট মনে হচ্ছে । মাকে তো অনেক আগেই হারিয়েছি এখন আব্বাকেও হারালাম । তার প্রতি আমাদের যে দায়িত্ব ছিল তা পরিপূর্ণভাবে আদায় করতে না পারলেও চেষ্টা করেছি পূর্ণতার জন্য । এর জন্য আল্লাহর নিকট আমি ক্ষমাপ্রার্থী এবং সকলের নিকট দোয়াপ্রার্থী এই জন্য যে, আমার আব্বাকে যেন আল্লাহ জান্নাতের উঁচু স্থান দান করেন । ”
জনাব সাখাওয়াত হোসেন জুনু সরকার সম্পর্কে স্থানীয় জনগণ বলেন, ” তার বেশ জমিজমা ছিল এবং এখনো অনেক আছে । তিনি গরিব মানুষদের যথাসাধ্য আর্থিক ও সার্বিক সহযোগিতা করে থাকতেন । এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে তিনি সর্ব আগে থাকার চেষ্টা করতেন । বিভিন্ন বিচার আচারে তিনি অগ্র ভূমিকা পালন করতেন । তিনি সামাজিকভাবে একজন গুণীজন নয় বরং অত্যন্ত ভালো মানুষ ছিলেন । আমরা দোয়া করি আল্লাহ তাকে ‘জান্নাতুল ফেরদাউস’ দান করুক ।