বাবা মার স্বপ্ন পূরণে এবং স্কুলের মান অক্ষুন্ন রাখতে রাত দিন পরিশ্রমে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সূয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পঞ্চম শ্রেণীর ছাত্রী মোসাম্মৎ অনিকা ইসলাম (পায়েল) । তথ্য নিয়ে জানা যায় , পায়েলের বাড়ি ঢাকা জেলার ধামরাই থানার সূয়াপুর ইউনিয়নের শিয়ালকোল গ্রামের মেয়ে । সে পরিবারের বড় মেয়ে । তার পিতা মোঃ সোহেল পারভেজ শিয়ালকুল মোড় অঞ্চলের ছোটখাটো ফার্মেসি দোকানদার । তিনি বলেন, ” আমার মেয়ে উপবৃত্তি অর্জন করায় আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি স্কুলের শিক্ষকদের প্রতি ।”দাদা মোঃ নুরুল আমিন বিএসসি যিনি অবসরপ্রাপ্ত ডিগ্রী কলেজের একজন শিক্ষক ।তিনি বলেন, ” আমার নাতনি বৃত্তি অর্জন করায় আমি গর্বিত এবং আরো বহুদূর এগিয়ে যাওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী । যেন ও আমাদের শিক্ষা পরিবারের মান সম্পূর্ণভাবে অক্ষুন্য রাখতে পারে । সেই সাথে ওর শিক্ষকদের প্রতি আমি চির কৃতজ্ঞ ।”
অনিকা ইসলাম পায়েল জানায়, “আমি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অনেক পরিশ্রম করেছি এবং মহান আল্লাহ আমার পরিশ্রমকে বৃথা যেতে দেয়নি এজন্য প্রভুর দরবারে লাখো কোটি শুকরিয়া । পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য স্কুলের শিক্ষকগণ যেভাবে দিকনির্দেশনা দিয়েছেন, আমি তা পূর্ণভাবে পালন করার চেষ্টা করেছি । বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পাঠ্য বই গুলো ভালোভাবে অধ্যায়ন করাটাই যথেষ্ট । তবে সহায়ক বইগুলো ভালোভাবে লিখতে ও নমুনা উত্তর গুলো বুঝতে শিখায় । তবে জ্ঞানের মূল বিষয়বস্তুই হলো পাঠ্য বইগুলো । নিয়মিত স্কুল করা এবং শিক্ষকের দিকনির্দেশনা অনুযায়ী পড়ালেখা করলে যেকোনো ছাত্রছাত্রী অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে । এ সকল নীতি তারাই পালন করবে যারা পরিবারের স্বপ্ন পূরণ করতে চায় । আমি আমার পরিবারকে খুব ভালোবাসি এমনকি নিজের থেকেও বেশি। তাই তাদের স্বপ্ন পূরণে আমি এর থেকেও আরো বেশি পরিশ্রম করতে রাজি । আমি সকলের কাছে দোয়াপ্রার্থী যেন, আমি পরিবারের একজন আদর্শ মেয়ে হিসেবে গড়ে উঠতে পারি এবং প্রতিষ্ঠানের সুনাম বজায় রাখতে পারি ।”