রাজধানীতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ২৭/০২/২০২৩ ইং তারিখে সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন জানান, বার্ন ইনস্টিটিউটের সামনের ফুটপাতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, ভবঘুরে প্রকৃতির ছিলেন তিনি। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।