রাজধানী ঢাকার গুলশানে আগুনে সেই ভবনের ১০ তলার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আজ সোমবার ভবনটি ঘুরে এসে এসব তথ্য জানান প্রকৌশলী মাহফুজুল হাসান। তিনি ভবন নির্মাণের সময় প্রকৌশলী হিসেবে কাজ করেছেন।
গুলশানের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা
মাহফুজুল হাসান বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজেছে। সেটা শুনে যাঁরা নিচের দিকে ছিলেন, তাঁরা নেমেছেন। আগুন লাগার পরে প্রত্যেকেই যদি সিঁড়ি দিয়ে বের হয়ে যেতেন, তাহলে সবাই নিরাপদ হয়ে যেতে পারতেন। অনেক সময় ভুল অ্যালার্ম হয়। যাঁরা বাসায় ছিলেন, তাঁরা মনে করেছিলেন ভুল অ্যালার্ম হয়েছে। যখন তাঁরা দেখেছেন আগুন এবং নিচ থেকে বলছিল আগুন লেগেছে, সবাই নেমে যান, তখন যাঁরা পেরেছেন, নেমে এসেছেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের কমিশনার আবদুল আহাদ
মাহফুজুল হাসানের দাবি, অগ্নিদুর্ঘটনা থেকে বাঁচার জন্য সব ব্যবস্থাই ছিল। ভবনে অগ্নিনির্বাপন প্রশিক্ষণের একটি টিমও ছিল, তারা তাৎক্ষণিক ব্যবস্থাও নিয়েছে। প্রত্যেক বাসায় সচেতন করেছে।
দ্রুত আগুন ছড়িয়ে যাওয়ার পেছনে কারণ হিসেবে মাহফুজুল হাসান বলেন, পুরো ভবনটিতেই কেন্দ্রীয় শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হয়েছিল। প্রতি বাসায় সেখান থেকে সংযোগ নেওয়া হয়েছিল। যখনই একটি বাসা থেকে প্রথমে ধোঁয়া যায়, আগুন কিন্তু যায়নি। ধোঁয়ার জন্যই বেশি সমস্যা হয়েছে। আর আগুন ওপরে দুই দিক থেকে বেশি হয়েছে। অগ্নিকাণ্ডে ভবনটিতে ক্ষয়ক্ষতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিউ এজ গার্মেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ ইব্রাহিমের ১০ ও ১১ তালা পুড়ে ছাই হয়ে গেছে। আমি সব ফ্লোরে গিয়েছি, তবে অন্যান্য ফ্লোরে মূল দরজা বন্ধ আছে।’
একটি ভবনের নিরাপত্তার জন্য সব ব্যবস্থাই রাখা হয়েছে দাবি করে মাহফুজুল হাসান বলেন, ভবনটিতে সব সিস্টেমই করা আছে। রাজউক থেকে যে সার্টিফিকেট দেয়, ওটাও নেওয়া আছে।
আগুন থেকে বাঁচতে ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে আছেন বাসিন্দারা। গতকাল রাতে গুলশানে
গতকাল রোববার সন্ধ্যায় গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর সড়কের ২ নম্বর হোল্ডিংয়ের ১৪ তলা ভবনের ১১ তলায় আগুন লাগে। একপর্যায়ে আগুন ভবনের ১২ তলায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের সময়ে তাঁরা ভবন থেকে লাফিয়ে পড়ে মারা যান বলে জানায় পুলিশ। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।
বহুতল এ ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে পুলিশ এ তথ্য জানিয়েছে।