
রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৪ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার ১৪/০২/২০২৩ ইং তারিখে র্যাব-১০ একটি দল যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকা তাদের আটক করে
আটককৃতরা হলো- মো. সম্রাট (২০), মো. শান্ত (১৯), মো. সোহাগ (১৯), মো. ফারুক (১৫), মো. রবিন (১৭), অর্নব (১৬), বিবেক (১৫), মো. তুহিন (১৬), রিফাত (১৬), মো. রাব্বি (১৬), জিসান (১৬), মো. এহেমাদ (১৬), ইসমাম হোসেন (১৭) ও রবিউল ইসলাম (১৬)।
বুধবার ১৫/০২/২০২৩ ইং তারিখে র্যাবের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানানো হয়, আটকরা প্রত্যেকেই কিশোর গ্যাংয়ের সদস্য। তারা যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকায় চুরি, ছিনতাই, মাদকসেবন, মাদকের খুচরা ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়া-মহল্লায় মারামারি করে আসছিল। এলাকায় প্রভাব বিস্তারের উদ্দেশে প্রায়ই তারা দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি করতো। তাদের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা এসব অপরাধে জড়িত থাকার কথা স্বীকারও করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তবে এদের মধ্যে সম্রাট, শান্ত ও সোহাগের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ছিনতাই মামলা থাকায় তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি ১১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভবিষ্যতের কথা চিন্তা করে মুচলেকা গ্রহণের পর পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।