মো: শামীম আহমেদ
সাভারের সুফিয়া মটরর্স শোরুমে ঋতুরাজ বসন্ত বরণ ও ভ্যালেনন্টাইন ডে উৎসব হয়েছে । ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এসিআই মোটরস লি: এবং সুফিয়া মটরর্সের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় এ অনুষ্ঠান হয় । এতে ইয়ামাহা রাইর্ডাস ক্লাব- সাভার এর এডমিন ও ওয়ারিওর মো: শামীম আহমেদ ও রাজা বাংলাদেশী সহ উক্ত ক্লাবেব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন । ক্লাবটি সমাজের বিভিন্ন সামাজিক কর্মকান্ড দ্বারা সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত হচ্ছে ।