একদিকে ধ্বংসস্তূপের পাহাড় জমেছে, অন্যদিকে প্রকৃতিতে নেমে এসেছে ভয়াবহ শীত। এ কারণে চরম বিপদে পড়েছেন তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষ। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে আছেন অনেকেই। ক্ষুধার পাশাপাশি প্রচণ্ড ঠান্ডার সঙ্গেও লড়তে হচ্ছে তাঁদের, উদ্ধারকর্মীদের, বেঁচে যাওয়া কিন্তু ঘর হারানো মানুষদের। চরম প্রতিকূল আবহাওয়ায় বিলম্বিত হচ্ছে উদ্ধারকাজ।
এসবের জেরে সময় যত গড়াচ্ছে, ধ্বংসস্তূপ থেকে জীবিত ব্যক্তিদের উদ্ধারের আশা ততই কমে আসছে। আর এ পরিস্থিতি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি করেছে। তাঁদের মতে, সরকার যথাসময়ে যথাযথভাবে সাড়া দিতে ব্যর্থ হয়েছে, হচ্ছে। এ কারণে ভূমিকম্পের পরে ধ্বংসস্তূপ থেকে যাঁদের জীবিত উদ্ধারের সম্ভাবনা রয়েছে, তাঁদেরও মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে।