মোঃ মাহাবুব আলম তুষার
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় সড়ক দুর্ঘটনায় পলাশ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। ৮/০২/২০২৩ ইং তারিখে বুধবার রাত ৯টার দিকে কাজলা ব্রিজের ওপরে এই দুর্ঘটনা ঘটে।মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত পলাশের সহকর্মী মো. রিপন জানান, পলাশের বাসা যাত্রাবাড়ী কাজলা স্কুল গলিতে। তারা যাত্রাবাড়ী সামাদ নগর এলাকায় সাগরিকা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মিস্ত্রী। রাতে কাজ শেষ করে পলাশসহ চার সহকর্মী বাসায় ফিরছিলেন। কাজলা ব্রিজের ওপরে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে আসা গাড়ির চ্যাসিসের ধাক্কা লেগে গুরুতর আহত হন পলাশ। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি তাকে।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।