
নাজমুল হক
স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানা মানিকগঞ্জ উত্তরা অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে । যেখানে বালিয়াটি জমিদার বাড়ি সহ প্রত্নতান্ত্রিক বহু জায়গা সাটুরিয়া থানার দখলে । দেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার দর্শনার্থী এ অঞ্চল প্রদর্শনের জন্য এখানে পদার্পণ করে থাকে । রাস্তা সংস্কারের পূর্ব মুহূর্তে এ অঞ্চলটি যানজটে ভরা থাকতো । এখন মানুষ স্বাচ্ছন্দে এ অঞ্চলটি প্রদর্শন করতে পারে । আশেপাশে মার্কেট পরিচালনাকারিদের থেকে তথ্য নিয়ে জানা যায়, দোকানের মালিক মাসুদুর রহমান বলেন, “প্রায় মুহূর্তে শহরটি যানজটে ভরা থাকতো । যেখানে বাসের যাত্রীসহ রাস্তার দুপাশের দোকানপাটের লোকেরা অসহ্য সময় ভোগ করতো, আর অসহ্যের এক মিনিট মনে হতো যেন এক ঘন্টা । সাম্প্রতিক এ অঞ্চলের রাস্তা সংস্কারের পর এখন ভিন্ন চিত্র উন্মোচিত হওয়ায় সকলের মনে এখন স্বস্তির নিঃশ্বাস । “
আশেপাশে দোকানদের থেকে তথ্য নিলেও তারা একই বক্তব্য পেশ করে । বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের মধ্যে শহরের রাস্তা সংস্কার হওয়ায় খুশি মার্কেট ও এলাকাবাসী । এক দোকানদার ক্ষোভ প্রকাশ করে বলেন যে, সরকার রাস্তার উন্নয়ন করলেও কিছু অনৈতিক মাটির ব্যবসায়ীরা বড় বড় মাটির ট্রাক নিয়ে রাস্তাকে আবার ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়া করাচ্ছে । সরকার যদি এ ধরনের অনুমতিহীন বড় বড় মাটির গাড়ি কে নিয়ন্ত্রণহীন ভাবে রাস্তায় চলার সুযোগ দেয় তাহলে রাস্তাটি আবারও আগের রূপ ধারণ করবে । সরকারের প্রতি সকলের দাবি, অনুমতি পত্র বিহীন বড় বড় মাটির ট্রাক যেন এ রাস্তায় চলাচল করতে না পারে ।