মোঃ মাহাবুব আলম তুষার
স্টাফ রিপোর্টার:
গত কয়েকদিন যাবত সূর্য ডুবতেই চারদিক কুয়াশায় ভরে যায় । গত বছর ও সমীক্ষায় দেখা গিয়েছে ,চারদিক কুয়াশায় আচ্ছন্ন থাকলেও বড় গাছের নিচে কুয়াশার ভাব অনেকটাই কম। কিন্তু এবার রাস্তার দু’পাশে বড় বড় গাছ কেটে ফেলায় রাস্তায় চলাই দুষ্কর হয়ে দাড়াচ্ছে বিভিন্ন ধরনের যানবাহনের । যেখানে ঘন্টায় ৪০ কিলোমিটার গতি বেগে যানবাহন চলতে পারলেও এবার ঘন্টায় ২০ গতি উঠানো প্রায় অসম্ভব । এর প্রধান কারণ হল, রাস্তা প্রশস্ত করার লক্ষ্যে দুপাশে যে বড় বড় গাছ ছিল তা কেটে ফেলার ধরুন । রাস্তায় এমন ঘন কুয়াশার কারণে বিভিন্ন ধরনের যানজট সহ দুর্ঘটনার সম্মুখীনও হচ্ছে অনেক জন্তুর । বিভিন্ন ধরনের পাখি সহ কুকুর বিড়াল রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় । এমনকি বড় বড় দুর্ঘটনাও ঘুরছে প্রচুর ভাবে । দুর্ঘটনার সম্মুখীন গাড়ি চালকদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, ঘন কুয়াশার কবলে পড়েই এমনটা ঘটছে । রাস্তার যেখানে কাজ শূন্য সেখানে কুয়াশার ভাবটা অত্যাধিক । বিশেষজ্ঞদের দাবি, অতিসত্বর রাস্তার দুপাশে বড় বড় রোপন না হওয়া পর্যন্ত এমন কুয়াশার ভাব থেকে বাঁচাটা প্রায় অসম্ভব । তাই যত তাড়াতাড়ি সম্ভব, রাস্তার দুপাশে কাজ রোপন করতে হবে এবং তার সঠিক পরিচর্যা থাকতে হবে । অন্যথায় কুয়াশার ভাব থেকে দুর্ঘটনা এড়াতে অসম্ভব হয়ে দাঁড়াবে ।