চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীদের বহিষ্কারের আদেশ এখন শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ। সংঘর্ষ, মারামারির ঘটনায় বহিষ্কারের সিদ্ধান্ত হয় বটে, তবে দিনের পর দিন গেলেও চিঠি তৈরি হয় না। তৈরি হলেও পৌঁছায় না বিভাগে, হলে। তাই সরকারদলীয় ছাত্রসংগঠনটির কর্মীরা বহিষ্কার হয়েও ক্লাস-পরীক্ষায় অংশ নেন। থাকেন আবাসিক হলে।
গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত মারামারি, কক্ষ ভাঙচুর, সংঘর্ষসহ পাঁচটি ঘটনায় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটির ৪ পদধারী নেতা ও ১৩ কর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৯ জানুয়ারি বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের সভার মাধ্যমে তাঁদের বহিষ্কার করা হয়। ওই দিন থেকেই আদেশ কার্যকর হয়েছে। কিন্তু এখনো কোনো চিঠি তৈরি হয়নি। এর আগে গত বছরের ২৩ জুলাই বহিষ্কার হওয়া চারজন এখনো থাকছেন হলে।