মো:শামীম আহমেদ: সুফিয়া মোটরস ইয়ামাহা শোরুম ,সাভার , ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ এসিআই মোটরস লিমিটেড, সুফিয়া মোটরস ও ইয়ামাহা রাইডার্স ক্লাব সাভার এর আয়োজনে YRC পিঠা উৎসব ২০২৩ খ্রিঃ অনুষ্ঠিত হয়েছে। শনিবার পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ামাহা রাইডার্স ক্লাব সাভারেরর সম্মানিত সদস্যবৃন্দ। পিঠা উৎসবে সভাপতিত্ব করেন শামীম ও রাজা বাংলাদেশী, এডমিন ওয়ারিয়র ইয়ামাহা রাইডার্স ক্লাব ,সাভার ।
পাটালি গুড় শীতের পিঠা খেতে মজা গন্ধ মিঠা, পরিশেষে শীতকালীন রকমারি পিঠা খেয়ে উৎসবের সমাপ্তি ঘটে।