মাজাহারুল ইসলাম মামুন,
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে দুর্বৃত্তদের হামলায় পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ওয়াজেদ আলী (৬৫) নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে হামলার শিকার ওয়াজেদ আলী স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হত্যার ঘটনায় তার ছোটছেলে মোঃ রিফাত হাসান (২৯) বাদী হয়ে পাটগ্রাম থানায় আজ একটি হত্যা মামলা দায়ের করেছেন। যার মামলা নং-১৪।
এজাহারে বলা হয়েছে গত ২০/জানুয়ারী রাত অনুমান ৯:৩০ টা হতে রাত ১০:০০ টার মধ্যবর্তী সময়ে আসামি ১। মোঃ নাহিদুজ্জামান প্রধান ওরফে বাবু (২৫), পিতা-মোঃ আব্দুস সামাদ প্রধান, সাং-রসুলগঞ্জ নিউ পূর্বপাড়া পরিকল্পিতভাবে অজ্ঞাতনামা আসামি সহ তার বাড়ির সামনে পাকা রাস্তায় অন্যায় আটক করে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। মৃতদেহের পোস্টমর্টেম শেষে দাফন সম্পন্ন হয়েছে।
উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আব্দুল মোত্তালিব সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত), পাটগ্রাম থানা।
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, মামলার এজাহানামীয় আসামি সহ অন্যান্য অজ্ঞাত আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।