
মোঃ মাহাবুব আলম তুষার
রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে ৪৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার ১০/০১/২০২৩ ইং তারিখে র্যাব-৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেফতার দুই মাদক কারবারি হলো রাব্বি চৌধুরী (২৫) ও মুন্না মিয়া (২৭)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ০৯/০১/২০২৩ ইং তারিখে সন্ধ্যায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল ডিএমপি দারুসসালাম থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে ৪৭০ পিস ইয়াবাসহ রাব্বি চৌধুরী ও মুন্না মিয়া নামে দুই কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে র্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর পল্লবী, রূপনগর, মিরপুরসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।