মোঃ মাহাবুব আলম তুষার
স্টাফ রির্পোটার:
রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় ট্রাকের ধাক্কায় রুবেল (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী মহন (৩৪)।
সোমবার ০৯/০১/২০২৩ ইং তারিখে দিবাগত রাত দেড়টার দিকে ‘ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব)’ ক্যাম্পাসের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জানান, মধ্যরাতে গাবতলী থেকে বেড়িবাঁধ দিয়ে মোটরসাইকেল চালিয়ে চকবাজারে যাচ্ছিলেন রুবেল। আর পেছনে বসা ছিলেন মহন। পথে ইউল্যাব ক্যাম্পাসের সামনের রাস্তায় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই মারা যান রুবেল। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। আর আহত মহনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। নিহত রুবেলের বাবার নাম মৃত মনির হোসেন। থাকেন চকবাজারের পশ্চিম ইসলামবাগ এলাকায়। সেখানে একটি লেদ কারখানায় কাজ করতেন রুবেল। আর রুবেলের সহকারী ছিলেন মহন।