
মোঃ মাহাবুব আলম তুষার
মানিকগঞ্জ জেলার সদর থানার বর্তমান কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ যেখানে অবস্থিত । যেখানে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং ডিগ্রী কলেজ অবস্থিত । যে জায়গাটা চারটি এজেন্ট ব্যাংক শাখা, ৫ এরও অধিক এনজিও এবং রেস্তোরাঁ, কফি শপ,শতাধিক দোকানপাট সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে সাংসারিক সকল উপাদান ও দুধ বাজার,মাছ বাজার,তড়িৎ তরকারি বাজার সহ বৃহস্পতিবার হাট নিয়ে অলংকারিত। যে জায়গাটা কৃষ্ণপুর ইউনিয়নের ‘ডাকঘর’ হিসেবে পরিচিত । তা হল ‘রাজিবপুর বাজার ‘ ।
এ রাজিবপুর বাজার হাজার হাজার মানুষের চাহিদা পূরণ করে যাচ্ছে । এমন গুরুত্বপূর্ণ বাজারের ২০২৩ইং সালের নববর্ষের শুরুতেই পূর্ণাঙ্গ কমিটি লাভ করায় বাজারটি পূর্ণ অলংকারে অলংকৃত । এমন গুরুত্বপূর্ণ বাজারটির পরিচালনা কমিটি নির্বাচন করে যোগ্য পাত্রকে যথার্থ স্থানে বসানো অনেকটা কষ্টসাধ্য ছিল । গত ০৩-০১-২০২৩ইং তারিখে কৃষ্ণপুর ইউনিয়নের বিচক্ষণ চেয়ারম্যান জনাব বিপ্লব হোসেন (সেলিম) নিজে উপস্থিত হয়ে, পূর্ব কমিটিকে রহিত করে নতুন কমিটি গঠন করেন । যেখানে সভাপতিত্বের আসনে বসানো হয় এলাকার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সাবেক মেম্বার ।
সহ-সভাপতি জনাব মোঃ ফজলুর রহমান
আব্দুল আউয়াল ( সাবেক মেম্বার)
আব্দুস সালাম ( সার ব্যবসায়ী)
মনির হোসেন খান (মনুখা )
সাধারণ সম্পাদক : ডা: সি,এম আসরাফ সিদ্দিকী সহ তিনজন । কোষাধ্যক্ষ : শ্রী দশরত ঘোষ ও মোহাম্মদ আনোয়ার হোসেন । কালেক্টর মোঃ লাভলু মিয়া ও মোঃ দুলাল মিয়া ( মিস্ত্রি) । সাংগঠনিক : মুক্তার আলী ও মোহাম্মদ আইয়ুব আলী । ক্রিয়া সম্পাদক মোঃ জামাল হোসেন (বাদশা ) । প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো উজ্জল হোসেন সহ বিভিন্ন পদে উপযুক্ত পাত্রকে নির্বাচন করে বাজার কমিটিতে আসন দেয়া হয়েছে ।
এমন পূর্ণাঙ্গ কমিটি পেয়ে বাজারের দোকানদাররা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন । অনেকেই মন্তব্য করেন, রাজিবপুর বাজার একটি আদর্শ বাজারের পরিপূর্ণ রূপ ধারণ করবে ।