তুন বছরের মার্চে ঢাকায় আসবে আর্জেন্টিনা দল। অবশ্য আর্জেন্টিনা ফুটবল দল নয়। আসবে দেশটির কাবাডি দল।
আসছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছে আর্জেন্টিনা। যে আসরটি অনুষ্ঠিত হবে ১১-২২ মার্চ।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক নেওয়াজ সোহাগ সংবাদমাধ্যমকে বলেন, ‘আর্জেন্টিনা কাবাডি দল ঢাকায় আসছে, এটা নিশ্চিত। দলটি এ ব্যাপারে আমাদের কথা দিয়েছে ২৯ ডিসেম্বর।’
কাবাডি দলের সঙ্গে বিশ্বকাপ ফুটবলে কোনো তারকাকে আনা যায় কিনা সেই ভাবনাও আছে তাদের, ‘আর্জেন্টিনা কাবাডি দলের সঙ্গে বিশ্বকাপ ফুটবলে খেলা সে দেশের একজন ফুটবলার আনারও চেষ্টা করছি আমরা। তবে সেটা সম্ভব হবে কি না, বলা কঠিন।’
বঙ্গবন্ধু কাবাডির গত আসরেও আর্জেন্টিনা দলের খেলার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত আসতে পারেনি। এবার আর্জেন্টিনা ছাড়াও চাইনিজ তাইপে, ইংল্যান্ড, ইরাক, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া, নেপাল, পোল্যান্ড, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড আসছে।
স্বাগতিক বাংলাদেশসহ ১২ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা আয়োজকদের।