ভালুকগাছি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাতজন। স্বতন্ত্র প্রার্থী একরামূল হক বলেন, ভোট শুরুর আগে থেকেই বহিরাগতদের এনে নৌকা প্রার্থী জিল্লুর রহমান এলাকায় ভোটারদের বাধা দিচ্ছেন। প্রতিটি কেন্দ্র বহিরাগতদের দিয়ে দখলে নিয়েছেন। ভোটাররা আতঙ্কে আছেন। এর মধ্যে বিভিন্ন কেন্দ্রে ককটেল ফোটানো হচ্ছে। তিনি অভিযোগ দিলেও কাজ হচ্ছে না।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, পুঠিয়ার শিলমাড়িয়া ও ভালুকগাছি ইউনিয়ন পরিষদে নির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে। শিলমাড়িয়াতে কোনো ঘটনা ঘটেনি। তবে ভালুকগাছিতে কয়েকটি জায়গায় কেন্দ্রের বাইরে মারামারি হয়েছে। দুটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হয়নি।
জয়নুল আবেদীন আরও বলেন, ভোটারদের ভয়ভীতি দেখিয়ে বাধা দেওয়া হচ্ছে, এ রকম একটি অভিযোগ স্বতন্ত্র প্রার্থী একরামূল হক দিয়েছিলেন। তিনি এটি পুলিশের কাছে পাঠিয়েছেন।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) মো. রাজিবুল ইসলাম বলেন, সকালের দিকে ধোকড়াকুল কেন্দ্রের বাইরে মারামারির ঘটনা ঘটে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, ককটেল বিস্ফোরণের পর তিনি নন্দনপুর উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছেন। সেখানে কেন্দ্রের বাইরে সাত-আটটি ককটেল দুর্বৃত্তরা ফুটিয়েছে বলে জানতে পেরেছেন। তবে টয়লেটের বাইরের দেয়ালে তিন-চারটির স্পট রয়েছে। ফুলবাড়িয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণের বিষয়টি তিনি শোনেননি।