
স্টাফ রিপোর্টার
মোঃ মাহাবুব আলম তুষার
মানিকগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ আবু তালেব (২৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত আবু তালেব সাটুরিয়া উপজেলার ছৈন্টা গ্রামের মোঃ শামছুল হকের ছেলে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মাসুদ খান জানান, সকালে আবু তালেব মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা পাটুরিয়া গামী দ্রুতগতির বেপরোয়া এক গাড়ি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তালেবের মৃত্যু হয়।
মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।