মেট্রোরেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অধীন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): নর্দার্ন রুটের নিয়োগ বিজ্ঞপ্তির আটটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটটি পদের লিখিত পরীক্ষা ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পদগুলো হলো—সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) [ট্রান্সপোর্ট পুল/ আরএস/ বিএম/ ডিপো ইক্যুইপমেন্ট], সহকারী প্রকৌশলী (সিভিল) [ইউ-১, ইউ-২, ইউ-৩, ইউ-৪, ইউ-৫, ইউ-৬/ই-১ ও ২/সিএস অ্যান্ড আইডি/ টিপি অ্যান্ড ইউটিলিটি/ ডিপো/ ট্র্যাক], সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) [ওসিএস/বিই], সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) [এএফসি/এসঅ্যান্ডটি], সহকারী প্রকৌশলী (সিএসই) (আইসিটি), সহকারী প্রকৌশলী (মেটেরিয়ালস অ্যান্ড মেটালারজিক্যাল), সহকারী প্রকৌশলী (স্থাপত্য) এবং নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা পদ।
এসব পদের নির্বাচনী লিখিত পরীক্ষা ২৩ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ড. জামিলুর রেজা চৌধুরী পুরকৌশল ভবন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকায় অনুষ্ঠিত হবে।