২০১৪ বিশ্বকাপে ফাইনালও খেলেছিলেন। কিন্তু ট্রফি ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি। আট বছর পর লুসাইলে ফ্রান্সকে হারিয়ে মিটল সেই অতৃপ্তি। সোনালি ট্রফিটা নিয়ে মেসি তাই যারপরনাই উৎফুল্ল, ‘আর্জেন্টিনার সবারই ছেলেবেলার স্বপ্ন থাকে এটা। আমি সৌভাগ্যবান যে ক্যারিয়ারের সবই অর্জন করতে পেরেছি। যেটা এত দিন ছিল না, সেটাও হয়ে গেল।’ক্যারিয়ারের শেষ বেলায় এসে বিশ্বকাপ ট্রফির আক্ষেপ ঘুচে যাওয়ায় স্রষ্টার কাছে কৃতজ্ঞ আর্জেন্টাইন অধিনায়ক।
সৌদি আরবের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরুর পর নানা কঠিন বাধা পার হয়ে ফাইনালে উঠে আসা, সেখানে দুই দফায় এগিয়ে যাওয়ার পরও প্রতিপক্ষের দৃঢ়তায় ম্যাচে সমতা চলে আসা, এরপর স্নায়ুচাপের টাইব্রেকার জিতে ট্রফির মালিক হতে পারা— সবকিছু মিলিয়ে মেসি আবেগাপ্লুত, ‘আমরা প্রচুর ভুগেছি। তবে শেষ পর্যন্ত ট্রফিটা হাতে এল। এটা নিয়ে ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলাম। এর চেয়ে বেশি আর কী চাইতে পারতাম। স্রষ্টাকে ধন্যবাদ। তিনি আমাকে সবই দিয়েছেন।’