সাভার সংবাদদাতা:
সাভারে নাশকতার অভিযোগে ঢাকা গার্ডেন সিটি ইকরা রিয়েল এস্টেটের আবাসন প্রকল্প থেকে জামায়াত-শিবিরের ৬৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকালে নাশকতার করার উদ্দেশ্যে গোপন মিটিং করার সময় তাদের গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। এদিকে ৬৬ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর আবাসন প্রকল্পের কর্মকর্তারা গা ঢাকা দিয়েছেন। পুলিশ জানায়, সাভারের ভাকুর্তা ও আমিনবাজার ইউনিয়নের সীমান্তঘেষা নির্জন গ্রাম চাপড়া এলাকায় ঢাকা গার্ডেন সিটি ইকরা রিয়েল এস্টেটের আবাসন প্রকল্পে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা দেশে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে গোপন মিটিং করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে সাভার মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতার সরঞ্জামসহ ৬৬ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীকে গ্রেপ্তার করে। পরে শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় পুলিশ বাদী হয়ে নাশকতার মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। এ বিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, আবাসন হাউজিংটিতে নজর রাখা হচ্ছে সেখানে কারা আসে কারা যায়। এই বৈঠকের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তদন্ত করা হচ্ছে।