বিশেষ প্রতিনিধি-
মোঃ মাহাবুব আলম তুষার
মানিকগঞ্জ পূর্ণ জেলা সহ আশেপাশে, পৌষ মাস আসতে না আসতেই ,সূর্য ডোবার সাথে সাথে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে চারিদিক । সন্ধ্যা হলেই ঘন কুয়াশার কারণে দশ হাত দূরের কোন কিছুকে ভালোমতো চোখে পড়ে না । যার কারণে এ সময়ের চলাফেরা খুবই কঠিন হয়ে দাঁড়ায় । এছাড়াও নদীর পাড়ের অঞ্চল গুলোর অবস্থা হয়ে যায় আরো ভয়াবহ । বিশেষ করে, যেখানে বড় বড় গাছের কোন সন্ধান মেলে না , সেখানেও একই অবস্থা হয়ে দাঁড়ায় । বিশেষ করে রাস্তার পারে বড় গাছ না থাকার কারণে, দূর্ঘটনার সম্মুখীন হয় যাত্রীবাহী বাস ও ট্রাক ।
আজ (১৮-১২-২০২২) রাত ১টা ৩০ এ সময় সিংগাইর হয়ে মানিকগঞ্জ শহরের দিকে একটি মালবাহি ট্রাক খুবই বিচক্ষণতার সাথে চলছিল । কিন্তু শহরে পৌঁছানোর আগেই নয়াকান্দি ব্রিজে ওঠার মোড়ের বাম পার্শ্ব বরাবর গাড়িটি খাদে গিয়ে পড়ে । বিকট শব্দে আশেপাশে লোকের ঘুম ভেঙে যায় । প্রত্যক্ষদর্শী যারা ছিলেন সাথে সাথে গাড়ি থেকে ড্রাইভারকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ সদর হসপিটালে ভর্তি করেন । রোগীর অবস্থা বেগতিক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানোর পরামর্শ দেন দায়িত্বরত চিকিৎসক গণ । প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সাথে সাথে অ্যাম্বুলেন্স এর মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশ্যে স্থানান্তর করা হয় । রিপোর্ট করা পর্যন্ত ড্রাইভার এর তথ্য পরিচয় পাওয়া যায়নি । ঘটনা স্থলে পুলিশ উপস্থিত হয়ে গাড়িটি উদ্ধার করেন ।