নিজস্ব প্রতিনিধি-
মোঃমাহাবুব আলম তুষার
মানিকগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার ১৭ ডিসেম্বর ২০২২ ইং তারিখে ঢাকা-আরিচা মহাসড়কের সাটুরিয়া উপজেলা ও সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঘিওর উপজেলার সদর ইউনিয়নের আব্দুল মান্নাফের ছেলে আল-মাপুন (৪৬) এবং কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার পাহাড়পুর গ্রামের মো. নাশীর উদ্দিনের ছেলে নিহত মো. রৌশন জাহান সেন্টু (৫১)।
পুলিশ জানায়, শনিবার সকালে আল-মাপুন গ্রামের বাড়ি থেকে রাজধানী ঢাকায় যাচ্ছিল। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়ায় পৌঁছালে হাইওয়ে মিনি বাসের চাপায় আল-মামুন নিহত হন।
এছাড়া শনিবার সকালে সেন্টু মোটরসাইকেলযোগে ব্যবসার কাজে ঢাকা যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মমতাজ চক্ষু হাসপাতালের সামনে আসলে বালুভর্তি ট্রাকচাপায় তিনি নিহত হন।গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, আলাদা দুর্ঘটনায় মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মিনিবাস এবং ট্রাক আটক করা হয়েছে। তবে চালক এবং হেলপারদের আটক করা যায়নি। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।