বাংলাদেশের অনেক সমৃদ্ধি হয়েছে, অনেক উন্নয়ন ঘটেছে কিন্তু তারপরও রাজনৈতিকভাবে বাংলাদেশ এখনো বিপদের ভেতরেই পড়ে আছে বলে মন্তব্য করেন করেন হাসানুল হক। তিনি আরও বলেন, বিএনপি–জামায়াত চক্র সরাসরি এই বিজয়ের মাসে চিহ্নিত সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী, রাজাকার, জঙ্গি, সন্ত্রাসীদের সাজা বাতিল করার দাবি তুলেছে। এই প্রথম প্রকাশ্যে যুদ্ধাপরাধীদের সাজা বাতিল করার কথা বলেছে। আর যাঁরা সাজাপ্রাপ্ত, তাঁদের আলেম নামে চালানোর চেষ্টা করেছে। বিএনপির এই বক্তব্যটা দুর্ভাগ্যজনকই না সমগ্র আলেম সমাজকেও অপমানিত করছে। তিনি মনে করেন, সম্প্রতি বিএনপি–জামায়াত চক্র এবং চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী সরাসরি বাংলাদেশে একটি অস্বাভাবিক সরকার আনার চক্রান্ত করছে, সংবিধানের কবর রচনা করছে।
হাসানুল হক বলেন, ‘বিজয়ের মাসে আমাদের একটাই সিদ্ধান্ত হওয়া উচিত, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, বাংলাদেশে আর রাজনৈতিক অঙ্গনে এবং যুদ্ধাপরাধীদের রাজনৈতিক কোনো দোসর সে বিএনপি হোক আর যাই হোক, তাকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া উচিত না। এদের বিতাড়িত করা উচিত।’