পারভেজ মোশারফ, স্টাফ রিপোর্টার
নরসিংদী রায়পুরা উপজেলার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা রাধানগরের সাবেক ৪বারের ইউপি চেয়ারম্যান এবং রায়পুরা উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক আজ মঙ্গলবার সকাল ১১.৩০ মিনিটের দিকে ঢাকা ডেলটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স ছিলো প্রায় ৭০ বছর। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক মৃত্যুকালে এর স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
বুধবার সকাল ১১ টায় রায়পুরা উপজেলা মাঠে প্রথম জানাজা হবে। পরে বেলা ৩ টায় আবেদা ফুজলু স্কুল এন্ড কলেজ তার নিজ গ্রামে ২য় জানাজার পর পারিবারিক কবরস্থানে তার দাফন হবে। তিনি ছিলেন বহু শিক্ষাবিধ এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সাথে ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেকের মৃত্যুতে রায়পুরার সাবেক সফল মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি, রায়পুরা উপজেলা নির্বাহি অফিসার মোঃ আজগর হোসেন, পৌর মেয়র মোঃ জামাল মোল্লা, সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবসহ সবাই গভীর শোক প্রকাশ করেছে।