বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হয়েই পা রেখেছিলেন কাতারে। মরুর বুকে প্রথম বিশ্বকাপের নিজেদের হেক্সা জয়ের স্বপ্ন নিয়েই আগমন হয়েছিলো সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। তবে ফুটবল বিধাতা হয়তো ঠিক করে রেখেছিউলেন অন্যরকম কিছুই। ২০০২ সালের শিরোপা জয়ের পর থেকে গত চার আসরের তিনবারই কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিলো ব্রাজিল। এবারও হলো সেই ইতিহাসের পুনরাবৃত্তি। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে কাতার বিশ্বকাপের শেষ আট থেকেই বিদায় নিয়েছে সেলেসাওরা।