রাজধানীর নয়াপল্টন থেকে গ্রেপ্তার হওয়া বিএনপির নেতা-কর্মীদের দুপুর ১২টার পর থেকে প্রিজন ভ্যানে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় আনা হচ্ছে। এরই মধ্যে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীরা স্লোগান দিচ্ছেন। আদালতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন।