প্রায় দুই মাস পর পরিস্থিতি স্বাভাবিক থাকায় জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের সংবাদে দ্বীপের মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে পড়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ ডিসেম্বর টেকনাফ থেকে সেন্টমার্টিন পর্যটকরা পা রাখবেন। সভাপতি তোফায়েল আহমে জানান, নদীর নাব্যসংকট ও মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তাই বিকল্প উপায়ে কক্সবাজার থেকে জাহাজ চলাচল করা হচ্ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক থাকায় ফের জাহাজ চলাচলে অনুমতি পেয়েছি। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বেশ কয়েকবার কল দিলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।