নরসিংদীর রায়পুরায় রবি/২০২১-২২ মৌসুমে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় সোমবার বিকালে উপজেলার মরজালে “মাঠ দিবস” অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৮ মার্চ) সোমবার বিকালে উপজেলা চর মরজাল সরকারি প্রাইমারী স্কুল সংলগ্ন স্থানে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. ছাইদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ ড. মুহাম্মদ মাহবুবুর রশীদ, জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ ড. মোস্তফা এমরান হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষন) কৃষিবিদ দীপক কুমার দাস। এসময় তেলজাতীয় ফসলের উৎপাদনের বৃদ্ধি করণের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. ছাইদুর রহমান বলেন, রায়পুরা উপজেলা ২৪ ইউনিয়নের কৃষকগুলো খুবই ভালো মনের মানুষ। কৃষি কাজে আপনারা গুরুত্বসহকারে কাজ করেন। তবে বারি সরিষা চাষ করলে আপনারাও ভালো লাভবান হবেন। সয়াবিন তেল খেলে শরীরের জন্য খুবই ক্ষতিকর আর সরিষার তেল খেলে শরীরের জন্য খুবই ভালো। শুধু তা নয় বারি সরিষা চারা গাছ শুকিয়ে রান্নাবান্না কাজে ব্যবহার করা যায়। সরিষা চাষের পাশাপাশি আপনি মৌমাছি চাষ করলে সরিষা ফুলের পরাগায়ণের সময় খাঁটি মধু সংগ্রহ করে বাজারে বিক্রি করে অনেক টাকা আয় করতে পারেন। তাই সরকার কৃষকের মাধ্যমে তেলজাতিয় বৃদ্ধি করণের প্রকল্পে লক্ষ্যে আপনাদের তুলনা হয়না। এসময় তিনি আরোও বলেন, বারি সরিষা চাষ করলে সকল কৃষক লাভবান হবেন বলে আশ্বাস দেন।
আরও খবর...
Leave a Reply