নরসিংদীর রায়পুরায় আদিপত্য বিস্তার ও নির্বাচনী সহিংসতায় মোল্লবাড়ি ও হোদাবক্স বাড়ির লোকমান, বিল্লাল, মাসুদ, শাহিন মোল্লা, আমলাছ মোল্লার পরিকল্পিত নেতৃত্বে টেটাযুদ্ধে পাঠানবাড়ির আজহার (৪৫) একজন নিহত ও গুরুতর আহত ২ জন হয়েছে। গতকাল, (২৬ মার্চ) শনিবার রাত ১০.৩০ মিনিটের দিকে উপজেলা মুছাপুর ইউনিয়নে গৌরিপুর এলাকায় ভয়াবহ টেটাযুদ্ধ ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ হয়। নিহত আজহার গৌরীপুর এলাকর মৃত আয়দর মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত নির্বাচনকে কেন্দ্র করে ও আদিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় মোল্লবাড়ি ও পাঠান বাড়ি মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে পাঠান বাড়ির সবকিছু লোটপাট করে নিয়ে যান মোল্লা বাড়ি ও হুদাবক্স বাড়ীর লোকজন। এই সংঘর্ষে মোল্লাবাড়ির ও পাঠান বাড়ি দুপক্ষের মামলা হয়েছে। মামলা ও ঝগরা নিরসনের জন্য ৯ জন ইউপি চেয়ারম্যান আর এলাকার লোকজন দিয়ে সংঘর্ষ নিরসনের করা হয়েছে। পাঠান বাড়ির লোকজন মামলা তুলে নিলেও মোল্লাবাড়ির ও হুদাবক্স তার কোনটায় করে নাই। এবং তা নয় এবারের সংঘর্ষ তাদের পরিকল্পিত ভাবে এইধরণের ভয়াবহ টেঁটাযুদ্ধ ককটেল বিস্ফোরণ ও ঘরবাড়ি লুটপাট করে অগ্নিসংযোগ করেন। এরই মধ্যে আজাহর নামক ব্যক্তি টেঁটার আঘাতে মারা যায় ও দুজনকে গরুতর আহত অবস্থায় ভিবিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এসময় রায়পুরা থানার সেকেন্ড অফিসার নাসির উদ্দীন বলেন, গৌরিপুর এলাকায় টেঁটার আঘাতে একজন মারা যান ও আহত হয় ২ জন আর শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে এলাকায় পযার্প্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে ও নিহত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য নরসিংদী মর্গে পাঠানো হয়।
আরও খবর...
Leave a Reply